• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

গণঅধিকার পরিষদ এখনও কোনো দলের সঙ্গে জোট করেনি: রাশেদ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ২১:০৫
রাশেদ খান
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদ এখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

রাশেদ খান বলেন, বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলাকে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সহযোগিতা করার চিঠি দিয়েছে। তবে গণঅধিকার পরিষদ এখনও কোনো দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেয়নি। চিঠি দেওয়ার কারণ জানা নেই, এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত। তবে আগামী দিনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে সামনে থেকে ছাত্র-জনতা নেতৃত্ব দিলেও পেছন থেকে রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে মাস্টারপ্ল্যান করে সামনের দিকে অগ্রসর হয়েছে। সেই পরিকল্পনা গণঅধিকার পরিষদও দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের বিষয়ে রাশেদ খান বলেন, এই সরকার সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে পারছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। জাতীয় সরকার গঠিত হলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, শেখ হাসিনার পতনের পরও ঝিনাইদহে শেখ হাসিনার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তাদের নামে মামলা হচ্ছে না। ঝিনাইদহে টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। আবার টাকা না দিলে তার নামে মামলাও দেওয়া হচ্ছে এমন ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের বিপ্লব এখনও শেষ হয়নি। বিপ্লবের অনেক বাকি রয়েছে। আমাদের সবাইকে মিলে এই বিপ্লব শেষ করতে হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুরুল হক
জাতীয় সরকার গঠনের বিকল্প নেই: রাশেদ খান
ট্রাইব্যুনালে ১২ মামলা করবে গণঅধিকার পরিষদ
শহীদ ইমনের পরিবারের পাশে গণঅধিকার পরিষদ