• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কক্সবাজারে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৪২
কক্সবাজারে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় নাশকতা, ভাঙচুর ও মালামাল লুটপাটের মামলায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

জানা যায়, সম্প্রতি রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের আব্দুল হাকিম।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা আনিস পুরো এলাকায় ক্ষমতার দাপট দেখাতেন। সাধারণ জনগণকে হুমকি-ধমকি থেকে শুরু করে সরকারি বনভূমি দখল করতেন তিনি। এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন আনিস। এরপর জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির পদ বাগিয়ে নিয়ে আওয়ামী লীগের ক্ষমতাকালে দীর্ঘ সময় নানা অপরাধসহ জবরদস্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

এ বিষয়ে উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, থানায় দায়ের করা নাশকতা, ভাঙচুর ও লুটপাট মামলার আসামি হিসেবে মৃত সিকান্দারের ছেলে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক
কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২
যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী
রোহিঙ্গা শিবিরে ফের আগুন, পুড়ল ৫ স্থাপনা