• ঢাকা সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
logo

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৩:৪১
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার রাত ১২টায় স্টেশন রোডের ফায়ার সার্ভিস গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. কায়সার আহমেদ।

নিহত জাফর উল্লাহ ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়।

স্থানীয়রা জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। পথিমধ্যে ছিনতাইকারীরা তার পথরোধ করে গলা ও থুঁতনিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সব ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় জাফর উল্লাহকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প‌রে হাসপাতা‌লে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় এক ছিনতাইকারী বর্তমানে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরে আরেক ছিনতাইকারী শাহিনকেও ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ওসি মো. কায়সার আহমেদ বলেন, ‘এ ঘটনায় আটক দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অপরজন পুলিশের হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪০
গাজীপুরে ৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
যৌথবাহিনীর অভিযান, গাজীপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৫
নওগাঁয় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ আটক ৩