• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৫৪
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ট্রাক চালকের সহকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

তিনি বলেন, পানিউমদা বাজার এলাকায় ছয় লেনের জন্য সেতুর কাজ চলছে। রাতে সাড়ে ১১টার দিকে সেতুর কাছে মহাসড়কের পাশে একটি লরি দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু 
হবিগঞ্জে সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত