• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ০৪:০৪
ফাইল ছবি

মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় এক সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর সদরের আবাদের হাটে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে ও আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর মসজিদের লাইন থেকে বিদ্যুৎ দেওয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছিলেন আব্দুল মান্নান। এ সময় এক ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ায় সেখানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মান্নানকে বেধড়ক মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আবাদেরহাট বাজারে দুজনের মধ্যে মারামারি হলে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মারা যান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। তবে ঘটনাস্থলে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা নিহতের মরদেহ ময়নাতদন্ত করতে রাজি নন। এমনকি তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও নেই।

প্রসঙ্গত, ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম মারা যাওয়ার পর ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়ে লাঙল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত
‘জুলাই-আগস্টে নিহত সকল শিশুর পরিবারের পাশে দাঁড়াবে সরকার’ 
যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
খাগড়াছড়ির দুর্গম এলাকায় জিপ উল্টে যুবক নিহত