• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৮:০৮
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির পুকুর প্রতিবেশীকে ব্যবহার করতে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে মো. জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত আবুল কাশেম পার্শ্ববর্তী চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি নিহত জুয়েলদের বাড়ির পাশে বসতি গড়ে তোলেন। কাশেম ও তার পরিবারের লোকজন প্রতিদিন দুপুরে জুয়েলদের বাড়ির পুকুরে গোসল করতে যান৷ কিন্তু একই সময়ে বাড়ির নারীরাও ওই পুকুরে গোসল করেন। নারীদের নিরাপত্তার জন্য জুয়েল প্রতিবেশী কাদের মাঝিকে ওই পুকুরে গোসল করতে নিষেধ করেন। এ নিয়ে জুয়েলের সঙ্গে কাদেরের ঝগড়া হয়। পরে জুয়েল বাড়ির পাশের দোকানে যান। সেখানে ওৎপেতে থাকা আবদুল কাদের একটি ছুরি নিয়ে জনসম্মুখে জুয়েলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। সঙ্গেসঙ্গে জুয়েল মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে জুয়েল নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবদুল কাদেরকে ধরতে পুলিশ অভিযান চলছে।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে আরেকজনকে গ্রেপ্তার
শেখ হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: মাহফুজ 
হিন্দু নারীকে হত্যাচেষ্টার দাবি, যা জানা গেল
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা