• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি  

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৫:২৬
১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি  
ছবি : আরটিভি

আগামী ১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ঢাকায় ব্যাপক আন্দোলনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ‘নড়াইলের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার শাহবাগ এলাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে শাহবাগ চত্বরে বক্তব্য রাখেন ছাত্রনেতা আবদুর রহমান মেহেদী, শাফায়াত উল্লাহ, রাফায়েতুল হক তমাল, তুহিন বিন আব্দুর রাজ্জাক, হাসিবুর রহমান, লামিয়া খাতুন, শাহরিয়ার, কাজী ইয়াজুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন। আমরা ১২ ডিসেম্বরের মধ্যেই তার পদত্যাগ দাবি করছি। তা না হলে আমরা ঢাকার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। অফিস-আদালত, দোকানপাট খুলতে দেওয়া হবেনা। এ ছাড়াও কঠিন ও ব্যাপক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি রয়েছে। ১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগের লক্ষ্যেই এখন থেকে আন্দোলন অব্যাহত থাকবে।

এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করেন বিপ্লবী ছাত্র-জনতা।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ কারাবন্দির সাজা মওকুফ করলেন রাষ্ট্রপতি, মুক্তির নির্দেশ
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৩ বিচারপতি
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
ইসির সিনিয়র সচিব হিসেবে আখতারকে নিয়োগ