• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৪:৩০
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি : আরটিভি

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসাদুজ্জামান নামে এক যুবককের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউ মার্কেটের সামনে থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার আবু বক্করের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে ওই ব্যক্তি বাসে করে এসে সাভারে নামেন। পরে হেঁটে নিউ মার্কেটের সামনে এলে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরি বা ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ছাড়াও নিহত ব্যক্তি সাভারের কোথায় থাকতেন এখনও বিস্তারিত জানা যায়নি।

এগুলো জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চিকিৎসকের’ বিরুদ্ধে ঘুমের ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ
তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৩
মাগুরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত