• ঢাকা সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
logo

পুলিশ দেখেই পুকুরে ঝাঁপ মৎস্যজীবী লীগ নেতার, অতঃপর...

আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ২৩:১৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েছেন মৎস্যজীবী লীগ নেতা আব্দুল আজিজ (৪৮)। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবদুল আজিজ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের মজিদার পাড়ার বাসিন্দা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আব্দুল আজিজ ওরফে শেভা আজিজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আজিজকে গ্রেপ্তারে ওই ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়ায় যায় পুলিশের একটি দল। বিষয়টি টের পেয়ে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে সেখান থেকে তুলে তাকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ধর্ষণ মামলায় চবি ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
শপথ নিয়েই যে অঙ্গীকার করলেন চট্টগ্রামের নতুন মেয়র
চট্টগ্রাম সিটির নতুন মেয়রের মেয়াদ নিয়ে যা জানা গেল