• ঢাকা সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
logo

হিলিতে মাদকসহ ছাত্রলীগ নেতা আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ১৪:১৯
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে মাদকসহ ছাত্রলীগ পৌর শাখার সহসাংগঠনিক সম্পাদক জুবায়েদ সরকারকে (২৭) আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জুবায়েদ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকার বাবু সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও সহিংসতার ঘটনায় পৌর শাখার ছাত্রলীগ নেতা জুবায়েদের নামে গত ১৯ আগস্ট হাকিমপুর থানায় মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আসামি তার নিজ বাড়িতে অবস্থান করছে। সেখানে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম ও এস আই আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটকের পর তার নিকট থেকে ১০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

পরে তার নামে মাদকের মামলা দায়েরপূর্বক সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্র-রাইফেলসহ ২ যুবক আটক
টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গা ডাকাত
চাঁদপুরে ২২ দিনে টাস্কফোর্সের অভিযানে ২১৪ জেলে আটক
সাবেক অতিরিক্ত সচিব আমজাদ ও তার ছেলে আটক