• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

ভারতে পালানোর সময় এস আলমের কর্মকর্তা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ১৯:২৩
ভারতে পালানোর সময় এস আলমের কর্মকর্তা আটক
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ওই কর্মকর্তার নাম সুজন কান্তি দে (৪৪)।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খায়রুল আলম।

আটক সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে।

এ বিষয়ে ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খায়রুল আলম বলেন, বিকেলে সুজন কান্তি দে ভারত যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে।

আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে সুজনের বহির্গমন রোধ করে তাকে আটক করা হয় বলে জানান ওসি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৩
অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ২
প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা এতিমখানায়, অবৈধ জাল ধ্বংস