• ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ১৬:০০
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে জিহাদ নামের নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের ৩ নম্বর ক্রস বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জিহাদ শহরের হোসেনপুর বাগান বাড়ি এলাকার জুয়েল এর ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দুপুরে শহরের ৩ নম্বর ক্রস বাঁধ এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নামে সবুজ কানন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ। ফুটবল খেলা শেষে ৬ জন বন্ধু মিলে যমুনায় গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন ভেসে যায়। ২ জনকে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করে।

উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, নিখোঁজ ৪
নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার