• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

নওগাঁয় শিয়ালের কামড়ে আহত ৫

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৩১
ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে শিয়ালের কামড়ে নারীসহ ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও ৩ নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৮), রশিদুল (৩৫), শিকারপুর গ্রামের মর্জিনা (৪৯), নুর জাহান (৫৬) ও সাইদুল।

আসাদুল ও কাজেম নামে দুই বাসিন্দা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে। এ সময় লোকজন দেখে তেড়ে আসে শিয়াল। মানুষজন নানান দিকে ছুটাছুটিতে গণহারে কামড় দেয় শিয়াল। আহতদের নওগাঁর মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠান। এদের মধ্যে রশিদুল ও সাইদুল প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফেরেন। তবে নারীরা ভর্তি রয়েছেন।

এদিকে হামলাকারী শিয়ালকে গ্রামবাসী ধরে পিটিয়ে মেরে ফেলে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি
নওগাঁয় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির মতো ঝরছে শিশির
নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১