• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১১:৫৫

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে লক্ষ্মীপুরে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমাভা (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে.পি দেওয়ান, সিভিল সার্জন আহমেদ কবির, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান।

প্রসঙ্গত, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে লক্ষ্মীপুরে বিনামূল্যে ১ লাখ ১২ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ প্রশাসন সংস্কারের প্রস্তাবনা জমা দিলো বিএনপি
গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না: আইজিপি
ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার