• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুমিল্লায় নাশকতা মামলায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ১৯:৪৯
কুমিল্লায় নাশকতা মামলায় ২ জন গ্রেপ্তার
ছবি : আরটিভি

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ উপজেলার বড়পুকুরপাড় এলাকায় ২০ অক্টোবর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়া গ্রামের আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার এবং একই থানার পূর্বহুড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মো. দুলাল।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা করে ককটেল বিস্ফোরণ এবং গুলিবর্ষণ করে। এ ঘটনায় অনেক নিরীহ ছাত্র গুরুতর আহত হয়। এ ব্যপারে বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ
মাশরাফী ও তার পিতাসহ ২৯৫ জনের নামে নাশকতার মামলা, গ্রেপ্তার ২
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে: আসাদুল্লাহ আল-গালিব
বিল থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার