• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ২৩:৪৬
সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও সামনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল স্টেশনে বিরতি দিয়ে আগানো মাত্রই ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, চালক আমাদের সংকেত (সিগন্যাল) না মেনেই ট্রেনটি চালু করেন। পরে আমি দৌড়ে যেতে যেতেই এটি লাইনচ্যুত হয়ে পড়ে। মূলত চালক সংকেত (সিগন্যাল) না মানার কারণেই এটা হয়েছে।

স্টেশন মাস্টার আরও বলেন, এ ঘটনার পর থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে এটাকে উদ্ধারের জন্য। এরপর ট্রেনের ইঞ্জিন ও বগিটি উদ্ধার করা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ, ২৮ লাখ টাকা ছিনতাই
৮ দিন পর ময়মনসিংহে লোকাল ট্রেন চলাচল শুরু
সিরাজগঞ্জে কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু 
উল্লাপাড়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেলেন ৫ নারী