• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ১৬:১০
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গায় অঞ্জলি রানী বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দৌলতদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জলি রানী বিশ্বাস একই গ্রামের গণেশ প্রমাণিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজবাড়িতে স্বামী-স্ত্রী বসবাস করত। রোববার সকালে স্বামী কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে স্ত্রী বাড়িতে একাই ছিলেন। এ সময় দীর্ঘক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে এক স্বজন এসে ডাকাডাকি করে। পরে তারা জানালা দিয়ে গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে।

পুলিশের প্রাথমিক ধারণা, চুরির উদ্দেশ্যে বাইরের কেউ ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় ওই গৃহবধূ বাথরুমে ছিলেন। পরে তিনি ঘরে প্রবেশ করলে হত্যার শিকার হন। ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণ লুট হয়েছে বলে জানিয়েছে স্বজনরা।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্তকাজ চলছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা
তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল
হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার