• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সোনারগাঁওয়ে লোকজ উৎসব শুরু ১৪ জানুয়ারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৭ ডিসেম্বর ২০১৭, ১০:২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী এ আয়োজন।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবিন্দ্র গোপ।

সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা। বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন প্রমুখ।

এবারের মেলায় কারুশিল্পী প্রদর্শনীসহ ১৮০টি স্টল বরাদ্দ দেওয়া হবে। উৎসবে বাউল গান, পালাগান, কবিগান, যাত্রাপালা, ভাওয়াইয়া-ভাটিয়ালি গান, জারি-সারি গান, হাছন রজার গান, লালনসঙ্গীত, মাইজভাণ্ডারী, মুর্শিদি গান, আলকাপ গান, গায়ে হলুদের গান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তি-মারফতি গান, লোক কবিতা পাঠের আসর, পুঁথিপাঠের মতো বর্ণাঢ্য আয়োজন থাকছে। এছাড়া গ্রামীণ খেলা, লাঠি খেলা, ঘুড়ি উড়ানো, কাঠের কারুশিল্পের প্রদর্শনী, লোকজ জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগান, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনীর মতো আয়োজনও থাকছে।

মেলায় প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা, পুতুল নাচের মতো নানা অনুষ্ঠান থাকবে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh