• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১৩:৪৯
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সুমন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টায় জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন মিয়া শহরের মধ্যপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা মুসলিম মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সুমন মিয়াকে ধরতে শুক্রবার রাত ১০টায় জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সুমন মিয়ার কাছ থেকে এ সময় একটি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে বলেন, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। দুপুরের মধ্যে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চা খাওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩
দর্শনায় একাধিক মামলার আসামি শাহাবুল গ্রেপ্তার