সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা কাদরা ইউনিয়ন নজরপুর টুংকু আবদুল রহমান একাডেমির মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম হোসেন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার।
কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু শাকের মিজীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সায়েদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এয়াছিন করিম, সহকারী সেক্রেটারি মাওলানা মো. হানিফ, পৌর আমির এয়াছিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা দ্বীন মোহাম্মদ, গোলাম হায়দার সোহেল, শেখ বদরুল হাছান মামুন, সামছুদ্দিন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পাটোয়ারী, ছাত্রশিবিরের সেনবাগ সদর থানার সভাপতি আবু বক্কর ছিদ্দিক সুজনসহ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিরা সভায় বক্তব্য রাখেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন