• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সরকারকে বিপদে ফেলতে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সিন্ডিকেট: সমন্বয়ক রাসেল

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ২৩:৪৭
সমন্বয়ক
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের দোসর লুটেরা ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করেছে, তারাই এখন অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদের দোসর লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করেছে। তারাই এখন অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কোনও কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসরদের কেউ কেউ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ডেকে বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের পায়ের রগ কেটে দিয়েছে- এমন মিথ্যাচারও করেছে। এই ধরনের চিহ্নিত সাংবাদিক নামধারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

এ সময় সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী বলেন, ‘যেসব অতিউৎসাহী পুলিশ সদস্যরা বিনা উসকানিতে ন্যায্য দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে- তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

আরেক সমন্বয়ক রেজাউর রহমান বলেন, ‘গণমাধ্যমকে ব্যবহার করে এখনও প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে পতিত স্বৈরাচারের দোসরা। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে শিক্ষার্থীদের এই দাবি মেনে দোষীদের বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে।’

সমন্বয়ক নীলা আফরোজ বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা, ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের বিচারের দাবি আদায় না হলে জুলাই বিপ্লবের মতো ফের আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।’

আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের দোসর সাংবাদিক ও আন্দোলনে গুলি করে ছাত্র হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ
বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ নির্দেশনা
৮ দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ
যত অপতথ্যের শিকার ড. ইউনূস, আসিফ নজরুল ও নাহিদ ইসলাম