• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরাজগঞ্জে ডাকঘর পরিদর্শক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১৪:০৩
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জেনারেল মো. আলী আশরাফ।

এর আগে, সোমবার (১৪ অক্টোবর) পোস্ট মাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত পত্রে গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পরিদর্শক গোলবার হোসেন অনন্তর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্ত শেষে গত ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। গত ১ অক্টোবর গোলবার হোসেন অনন্তের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গোলবার হোসেন অনন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। ২০০০ সালের ২৯ জুন ডাকঘরের পরিদর্শক হিসেবে যোগদান করেন তিনি।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গোলবার হোসেন অনন্ত ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি নিজ নামে ৬৩ লাখ টাকা মূল্যের স্থাবর, ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। সম্পদ বিবরণী যাচাইকালে গোলবার হোসেন অনন্তের নামে ৮৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ৩১ লাখ ২০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুদক আইন ২০০৪-এর ২৬ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মোক্তার হোসেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মোক্তার হোসেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরটিভি/এফআই-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
সাবেক সচিব শাহ কামাল ২ দিনের রিমান্ডে
গুলি করে ৩ যুবদল কর্মীকে হত্যার ঘটনায় ১১ বছর পর মামলা