• ঢাকা সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
logo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১৫:২১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল (২৯) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাতে নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছে জুয়েলের পরিবার।

নিহত জুয়েল গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে।

জানা যায়, ১৫ দিন আগে তিনি মধ্যপ্রাচ্যের সারজা থেকে বাড়িতে ছুটিতে আসেন। আগামী ১৯ অক্টোবর তিনি মধ্যপ্রাচ্যের সারজায় চলে যাওয়ার কথা ছিল। পাঁচ ভাইয়ের মধ্যে জুয়েল ছিলেন সবার ছোট।

জুয়েলের নিকট আত্মীয় মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আবদুল সালাম বলেন, রোববার রাতে তার এক আত্মীয়কে মোটরসাইকেলে করে নাজিরহাট মহাসড়কের মুহুরীহাট বাজারে নামিয়ে দিতে যায় জুয়েল। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিকে থেকে এসে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। উপস্থিত লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জুতার গোডাউনে আগুন
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের 
ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার