• ঢাকা সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
logo

বিশৃঙ্খলার অভিযোগে আশুলিয়ায় গ্রেপ্তার ১৬

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ২১:০৭
বিশৃঙ্খলার অভিযোগে আশুলিয়ায় গ্রেপ্তার ১৬
ছবি : সংগৃহীত

চলমান পরিস্থিতিতে আশুলিয়ায় শিল্প কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ নানা অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে এ সময় ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দিনের পর দিন শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা করাসহ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদের গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি আবু বকর সিদ্দিক বলেন, পোশাকশিল্পে বিশৃঙ্খলার কারণে বেশ কিছু দিন ধরে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রাতে যৌথবাহিনী ১৬ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা পোশাকশিল্পকে অস্থিতিশীল করায় জড়িত।

বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুর্বৃত্তরা শিল্পখাতকে অস্থিতিশীল করতে কারখানা ভাঙচুর, শ্রমিকদের মারধরসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
‘পোশাক খাতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে সরকার’
আশুলিয়ায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১০
৫ আগস্ট থেকে নিখোঁজ কিশোর ৭০ দিন পর উদ্ধার