• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

চাঁদাবাজদের অবস্থা আগের মতোই আছে: শিবির সভাপতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ০৪:০৮
চাঁদাবাজদের অবস্থা আগের মতোই আছে: শিবির সভাপতি
ছবি : আরটিভি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমরা এই জাতি এখনও পরিবর্তন হতে পারিনি কারণ প্রশাসনে এখনও হাসিনা রিজিমের থাবা রয়ে গেছে। চাঁদাবাজদের অবস্থা এখনও আগের মতোই আছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ডাক বাংলো ভবনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির নৈতিক শিক্ষার মডেল তৈরি করতে চায়। কারণ আমাদের নৈতিকতার মডেল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি আমাদের একমাত্র মডেল আমরা তাকেই অনুসরণ অনুকরণ করবো এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ মেনে চলবো। তাহলেই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি।

এ সময় শিবির সভাপতি আরও বলেন, এ রোগাক্রান্ত সমাজ ব্যবস্থাকে আমাদেরই সুস্থ করে তুলতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নারায়ণগঞ্জ মহানগরের জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই বিপ্লবের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারকে মানবিক হয়ে দাঁড়াতে হবে। যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। দেশের উন্নতি সাধনে ছাত্রশিবিরকে জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, ‘সবাই যেন ভালো মুসলিম হতে পারি সে চেষ্টা করতে হবে।’

ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সাথী সমাবেশে আরও উপস্থিতি ছিলেন শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শাফিউল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. সিবগাতুল্লাহ, জেলা শিবিরের সভাপতি আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজ ও গুন্ডামির কোনো পরিবর্তন হয়নি: ফয়জুল করীম
জুলাই গণহত্যার বিচারের দাবিতে শাহবাগে শিবিরের সমাবেশ
একটি ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় জামায়াত: বুলবুল
ছাত্র আন্দোলনকে ব্যবহার করে মামলা-চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন