• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

নিম্ন আয়ের হিন্দুদের মাঝে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের উপহারসামগ্রী বিতরণ 

মোশারফ হোসেন খসরু, সোনারগাঁও প্রতিনিধি

  ১১ অক্টোবর ২০২৪, ১৭:১২
নিম্ন আয়ের হিন্দুদের মাঝে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের উপহারসামগ্রী বিতরণ 
ছবি : আরটিভি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নোয়াগাঁও ইউনিয়নের গৌরিবরদী গ্রামের রঞ্জিত মাস্টারের পূজামণ্ডপে নিম্ন আয়ের সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র, সাধারণ সম্পাদক নয়ন বর্মন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন এবং সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা ও আতিক হাসান লেলিন।

এ ছাড়াও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ডালিম সিকদার, আওলাদ, নিপুণ, সাইফুল, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা সোহেল রানা ও করিম রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুকসহ নোয়াগাঁও ইউনিয়নের বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম সজীব বলেন, ধর্ম যার যার উৎসব সবার—এই স্লোগানে সোনারগাঁ বিএনপি সবসময় কাজ করে যাবে।

এ সময় তিনি সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক টিকবে না: ডা. জাহিদ
বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
ভোল পাল্টে তারেক রহমানকে নিয়ে জয় চৌধুরীর পোস্ট, অতঃপর...
নির্বাচনের দরজা পার হয়ে গণতন্ত্রে যেতে হবে: ফখরুল