• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

থানা থেকে লুট হওয়া রাইফেল মিলল ঝোপে

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ১২:১৯
ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ঝোপ থেকে একটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র‍্যাব। ধারণা করা হচ্ছে, এটি থানা থেকে লুট হওয়া অস্ত্র।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে আলাইয়ারপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতির (বেগমগঞ্জ-২) ঝোপের আড়াল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে আমিন বাজারের দাসেরপুলের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ডান পাশের ঝোপের আড়াল থেকে রাইফেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

মো. গোলাম মোর্শেদ আরও বলেন, ৫ আগস্ট নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় আক্রমণ করে পুলিশকে মেরে বহু অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। অস্ত্রটি যেকোনো থানা থেকে লুট করা হতে পারে। এটি বেগমগঞ্জ মডেল থানায় জমা দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন
১১ বছর পর শিবিরকর্মীর লাশ উত্তোলন
হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
৭ এসএসসি পরীক্ষার্থীকে পেটালেন ছাত্রদল নেতা