• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

ডিমের বাজারে অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৭
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় ডিমের বাজারে অস্থিরতা তৈরি, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধে একটি পোলট্রি খামার, একটি পাইকারি আড়ৎ ও দুটি দোকানে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল ও সলঙ্গা থানার সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা, মোহন্ত স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান স্টোরকে ৫ হাজার টাকা ও প্রণয় ডিমের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনি বলেন, আজ ফের ডিমের বাজার অস্থিরতারোধে জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। এ সময় রায়গঞ্জ উপজেলার ধুবিল এলাকায় ডিমের দাম সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে বেশি দামে বিক্রি করা, ক্যাশ মেমো না দেওয়া এবং পাইকারি দোকানে সরবরাহ না করে ডিমের বাজারে অস্থিরতা তৈরির অপরাধে সেতু পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা এবং সলঙ্গা বাজারের মোহন্ত স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান স্টোরকে ৫ হাজার টাকা ও প্রণয় ডিমের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তাদেরকে সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ও নিয়মানুযায়ী ডিম বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে গতকাল উল্লাপাড়া উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন সংশ্লিষ্ট থানা পুলিশ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরটিভি/এএএ-টি


মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে ৪ মণ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা
চাঁদপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
শিশুপার্কে আনন্দে দিন কাটল শতাধিক এতিম শিক্ষার্থীর
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৬৩ লাখ টাকা জরিমানা