• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

গাংনীতে ৭ দিনে ২৮ ডেঙ্গু রোগী শনাক্ত 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৩:৩৩
গাংনীতে ৭ দিনে ২৮ ডেঙ্গু রোগী শনাক্ত 
ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের ৭ দিনে নতুন করে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ।

তিনি বলেন, গেল ২৪ ঘন্টায় নতুন করে ২ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ২ রোগীকে ছাত্রপত্র দেওয়া হয়েছে এবং ভর্তি রয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী। চলতি মাসের ৭ দিনে ২৮ জন এবং গেল মাসে ১০০ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধী কার্যকরী ব্যবস্থা না থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানান চিকিৎসকরা।
তবে অভিযোগ রয়েছে হাসপাতাল থেকেও ডেঙ্গু মশা ছাড়াচ্ছে। উপজেলা পর্যায়ের হাসপাতালে আলদা ডেঙ্গু ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সাথেই ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীরা সংক্রণ প্রতিরাধ ব্যবস্থা গ্রহণ না করায় ঝুঁকিতে সাধারণ রোগীরা।

ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পৌর এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন করা হচ্ছে।

তবে বাসা বাড়িসহ ডেঙ্গুর সম্ভাব্য আবাসস্থল ধ্বংস করার বিষয়ে ব্যক্তিগত সচেতনা প্রয়োজন বলে জানান এ কর্মকর্তা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিনে সর্বোচ্চ ১৩৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৬
মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতি
মেহেরপুরে জেলা আওয়ামী লীগের ২ নেতা আটক 
একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু