• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

স্রোতের টানে সমুদ্র সৈকতে তলিয়ে গেল স্কুলছাত্র 

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৪, ১৫:১১
স্রোতের টানে সমুদ্র সৈকতে তলিয়ে গেল স্কুলছাত্র 
ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম আসমাইন (১৪)। সে বন্ধুদের সঙ্গে খেলা শেষে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যায়।

সোমবার (৭ অক্টোবর) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

নিখোঁজ ছাত্র কক্সবাজার শহরের দক্ষিণ রোমালিয়া ছড়া ৭নং ওয়ার্ডের করিমুল হকের ছেলে। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি তার সহপাঠীদের বরাতে বলেন, ‘আসমাইন সকালে তার সহপাঠীদের সঙ্গে শৈবাল পয়েন্টে ফুটবল খেলা শেষে সবাই মিলে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে সে তলিয়ে যায়। বিষয়টি আমরা জানতে পেরে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি। তবে এখনও সন্ধান মেলেনি।’

এ বিষয়ে কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, ‘এক স্কুল শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে বিষয়টি শুনেছি। উদ্ধার কার্যক্রম চলছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কক্সবাজারে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারে অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার
ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা