• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ২২:২৩
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত 
ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ কলেজ ছাত্র নিহত হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধনজইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে সারাফাত হোসেন (২২)। তিনি ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ছাত্র ছিলেন। আরেকজন মনিরুল ইসলাম (২৩) একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন সারাফাত ও মনিরুল। এ সময় উপজেলার নওহাটা মোড় পার হয়ে ধনজইল মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাদেবপুরে শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাজপাখির আক্রমণে শিক্ষার্থী আহত
নওগাঁয় হঠাৎ ককটেল বিস্ফোরণ, ৬টি উদ্ধার
নওগাঁয় সন্ত্রাসীদের হামলায় ৩ ভাই গুলিবিদ্ধ