• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৪৬
ফাইল ছবি।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

রোববার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো—রাফিয়াত (৫) ও সাফা আক্তার (৩)। রাফিয়াত উপজেলার কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও সাফা আক্তার গ্রামের সুমনের মেয়ে।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, দুই ভাই-বোন বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। পরে বেলা ১১ টার দিকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। স্থানীয়রা ওই দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে তাদের স্বজনদের খবর দেন। পরে লোকজনদের সহযোগিতায় পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।

উপজেলার স্থানীয় ভোমরাদহ ইউনিয়নের পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু
শেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু