• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

‘দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে শেখ হাসিনা আইনের আশ্রয় নিতেন’

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৭
‘দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে শেখ হাসিনা আইনের আশ্রয় নিতেন’
ছবি : আরটিভি

দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে শেখ হাসিনা পালিয়ে না গিয়ে আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নিতেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে হাকিমপুর উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ২০১৪ সালের মতো ভোট চাই না। আমরা ২০২৪ সালের মতো ডামি নির্বাচন চাই না। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। নির্ভয়ে দেবো। এতে করে আপনার প্রতি যে দায়বদ্ধতা সেটি থাকবে। যদি দেশের প্রতি দায়বদ্ধতা থাকতো তাহলে পালিয়ে না যেয়ে আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নিতেন শেখ হাসিনা।’

এর আগে তিনি উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের নিহত শিক্ষার্থী সূর্যের বাড়িতে উপস্থিত হয়ে সূর্যের মা ও নাইমের বাবার হাতে আর্থিক সহায়তার খাম তুলে দেন। এ সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নাইম এবং সূর্যের রক্ত কোনদিন বৃথা যেতে পারে না। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের এই অন্তবর্তীকালীন সরকার।

নাইম ও সূর্যের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি দুটি পরিবারকে পুনর্বাসনের দাবি জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহয়ক আহ্বায়ক আনোয়ার হোসেনসহ হাকিমপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাইব্যুনালে মামলা করলেন র‍্যাবের গুলিতে পা হারানো লিমন
গাইবান্ধায় শেখ হাসিনাসহ ১০ জনের নামে মামলা
শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে জারি হচ্ছে রেড নোটিশ
শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী গ্রেপ্তার