• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৭ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১৫:৫১
ছবি : আরটিভি

চাঁপাইনবাবগঞ্জে দক্ষিণ শহর এলাকায় অভিযান চালিয়ে ১৭টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার দুপুর ১২টার দিকে ওই এলাকার একটি আম বাগানের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা ককটেলগুলো উদ্ধার করে ৫৩ বিজিবি সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ছিল সেনা ও পুলিশ সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনির-উজ জামান জানান, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে দক্ষিণ শহর এলাকার একটি আম বাগানের জঙ্গলের মধ্যে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযানে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকাসহ সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
যৌথবাহিনীর অভিযান, গাজীপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৫
চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইকে পিটিয়ে হত্যা
উত্তরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ আটক ৫