• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

জয়পুরহাটে হত্যাচেষ্টা মামলায় ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৫:২৮
ছবি : আরটিভি

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ৪ আওয়ামী লীগ নেতাকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সকাল সাড়ে ১০টায় আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিল সাহেব পাড়ার বাসিন্দা জাকির হোসেন মোল্লা (৩৮), সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলার রাঘবপুর গ্রামের মাসুদ রানা (৪২), চকশ্যাম গ্রামের আলম হোসেন (৪৬) এবং চকগোপাল গ্রামের জাফর জনি (৪২)।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলকালে তারা ছাত্র-জনতাকে হত্যাচেষ্টা মামলায় আসামি ছিলেন। মামলার পর থেকে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যদের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
আ.লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই: গয়েশ্বর
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসির বদলি, ৭ সদস্য ক্লোজড