• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ২০:১৫
ছবি : সংগৃহীত

চাঁদাবাজি মামলায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিনসহ (২৯) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাকি গ্রেপ্তাররা হলেন, কোমরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল হক ভুট্টো (৩২), দারিয়াপুর গ্রামের শ্রমিকলীগ নেতা জিয়ারুল হক (৪৬), বিশ্বনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম (৫৪) ও একই গ্রামের আওয়ামী লীগ কর্মী বাহালুল ইসলাম (৪০)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিগত সরকারের সময়ে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খোরশেদ আলমের কাছে আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। খোরশেদ আলম পাঁচ লাখ টাকা চাঁদা দিয়েছিলেন। এ ঘটনায় বুধবার মুজিবনগর থানায় চাঁদাবাজির একটি মামলা করেন খোরশেদ আলম।

ওসি জানান, গ্রেপ্তার পাঁচজন ওই মামলার এজাহারনামীয় আসামি। তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাপনের পিএসসহ গ্রেপ্তার ২
যৌথবাহিনীর অভিযান, গাজীপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৫
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৭ জেলে গ্রেপ্তার
ফেনীতে ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার