• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

শিবগঞ্জ সীমান্তে অস্ত্র, গুলি ও মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১৬:৩৯
ছবি : আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ৫৩ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা কুকরিপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সীমান্ত পিলার ১০/২ এলাকায় দুজন একটি বস্তা ফেলে ভারতের অংশে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ পাওয়া যায়।

৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নাশকতা রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ
বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
দুই কিশোরকে আরাকান আর্মি থেকে ফেরত আনলো বিজিবি