• ঢাকা সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
logo

অষ্টগ্রামে যৌথ অভিযানে লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ০৬:১৬
ছবি : আরটিভি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ও কলমা ইউনিয়নের বিভিন্ন হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অষ্টগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হাওর থেকে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল (১ হাজার মিটার দৈর্ঘ্য) জব্দ করে, অষ্টগ্রাম থানার সামনে প্রকাশ্যে আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ১ লাখ টাকার বেশি। অভিযান চলাকালে কোন জেলেকে পাওয়া যায়নি।

অভিযানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা ক্যাম্পের ক্যাপ্টেন মাহফুজ কবির চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক মো. হুমায়ূন ও ক্ষেত্র সহকারী সৈয়দ জামান প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হাওরের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত করার অন্যতম মাধ্যম এই নিষিদ্ধ জাল। মৎস্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদ বাড়াতে এই অভিযান পরিচালিত হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম: সভাপতি সোহেল, সম্পাদক তানভীর
কিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত
ভৈরবে আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১