• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

সুপারি গাছ থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ২৩:১৬
কাউখালী থানা
ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালী উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে ইসমাইল হাওলাদার (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দী গ্রামে এ ঘটনা ঘটে।

ইসমাইল উপজেলার আসপদ্দী গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে। সে আসপদ্দী উজিয়াল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও স্কুলে গিয়েছিল ইসমাইল। স্কুল থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না বলে নিজ বাড়ির সুপারি বাগানে সুপারি পাড়তে যায়। পরে বাগানে কিছু পড়ার শব্দ পেয়ে তার দাদি বাগানে দৌড়ে যান। এরপর তিনি বাগানে গিয়ে সুপারি গাছের নিচে মুখমণ্ডল থেতলানো অবস্থায় ইসমাইলকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার ডাক-চিৎকারের পরিবারের লোকজন গিয়ে ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে স্কুলছাত্রী অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড
স্রোতের টানে সমুদ্র সৈকতে তলিয়ে গেল স্কুলছাত্র 
ফুটবল খেলার সময় বজ্রপাত, দুই স্কুলছাত্র নিহত 
স্কুলছাত্রীকে নিয়ে পুলিশ সদস্য উধাও