• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০

আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ২০:০৮
সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ টাকা চাওয়া নিয়ে শুরু হওয়া বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) সকালে তেরকান্দা গ্রামে কাঁচা সড়ক মেরামতের টাকা তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সম্প্রতি মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যায়। পরে ওই সড়কে মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চান নয়ন। জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দুই পক্ষের লোকজন।

এ সময় সালিশের মধ্যেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বুধবার সকালে তেরকান্দা গ্রামের জুয়েল এবং নয়নের গোষ্ঠীর মধ্যে পুনরায় গণ্ডগোল শুরু হওয়ার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সেক্টর কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন
২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি গ্রেপ্তার