• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

হিলিতে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৫:৩৪
হিলিতে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম
ছবি : আরটিভি

আসন্ন দুর্গাপূজায় টানা ছয়দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। ফলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কেজিতে ৫ থেকে ১০ টাকা কমিয়ে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অন্যদিকে দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আমদানি বৃদ্ধি হওয়াতে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে হিলির বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, যার জন্য আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমদানি করছেন। এর ফলে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে দাম কমতে শুরু করেছে। আমরা কম দামে কিনে কম দামে খুচরা বাজারে বিক্রি করছি। আগের থেকে বিক্রও বৃদ্ধি পেয়েছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৪ দিনে ভারতীয় ৮৬ ট্রাকে ২ হাজার ৪৫৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের গ্রেনেডের আঘাতে বাংলাদেশি আহত
হিলি স্থলবন্দর দিয়ে নতুন আলু আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ