• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ১৮:৩২
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন (৪০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে খাগড়াছড়িগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন বরিশাল সদরের চরমোনাই এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‍্যাবের এএসপি সনদ বড়ুয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি মামুন দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। রাতে তাবলিগ জামাতের ছদ্মবেশে খাগড়াছড়ির রামগড় যাওয়ার পথে বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামী ৬ অক্টোবর তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেড় ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ফতুল্লায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত