• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

যশোরের শার্শায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ১৫:০৫
যশোরের শার্শায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

যশোরের শার্শায় সজিব হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের তার নিজ ঘরের বাঁশের আঁড়া থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

তবে এটা আত্মহত্যা না, পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা পারভীনা বেগম।

নিহতের মা পারভীনা বেগম বলেন, সজিব দীর্ঘদিন যাবৎ বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে আমরা কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। সকালে সে ঘুম থেকে উঠতে দেরি করায় সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে তাকালে সজিবের মরদেহ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার নানীর চিৎকারে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মূল রহস্য জানা যাবে।

তিনি আরও বলেন, নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত দিনে ভারতে গেল ৪১১ টন ইলিশ
যশোরে বেঙ্গল সিমেন্টের স্পন্সরশিপে রাজ সম্মেলন
যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি রাজধানীতে গ্রেপ্তার
যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু নিহত