• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু 

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৯
করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু 
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি আ খ ম আসাদুজ্জামান।

নিহতরা হলো- সাতানা বালুয়া গ্রামের বুলু মিয়ার ছেলে আবু বকর (৭) ও ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু রহমানের ছেলে হোসাইন (৭)।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি আ খ ম আসাদুজ্জামান বলেন, সোমবার বিকেলে ওই ২ শিশু করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে আবু বকর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি আরও বলেন, সুরতহাল শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার অভিযোগে থানায় মামলা
দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে জান্নাতির মরদেহ উত্তোলন
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও
গাইবান্ধায় ঘাঘট লেক পরিষ্কার কার্যক্রম শুরু