আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত ১
ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা ১২টার পর শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন শ্রমিক আহত হন।
সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালের কর্মকর্তা রাজিব হোসেন বলেন, ‘নিহত ওই ব্যক্তির নাম কাউছার হোসাইন খান। তিনি একটি কারখানার পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।’
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান। তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ‘পরীক্ষার হলে আছি। বিষয়টি জানি না।’
আরটিভি/এসএপি/এআর
মন্তব্য করুন