• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার আমতলী এলাকার মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার নাসিমা (৩৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মৃত মোস্তফা গত ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মারা যান। অপরদিকে নাসিমা গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। পরে রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ৩২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২৬, নারী পাঁচ ও এক শিশু রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৭ সেপ্টেম্বর থেকে ৬০ শয্যার একটি ডেঙ্গু ওয়ার্ড চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই, আক্রান্ত ৪০ হাজার পার
চট্টগ্রামে একদিনে ৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৩
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮১