রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
রাঙ্গামাটি জেলায় সহিংসতা ও সংঘর্ষের ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরল্লাহ নূরীর নেতৃত্বে সাত সদস্যের কমিটির সদস্যরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ নূরল্লাহ নূরী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনায় একটি তদন্ত টিম আমরা রাঙ্গামাটি এসে তদন্ত কাজ শুরু করেছি। তদন্ত টিম সহিংসতা ঘটনার মূল কারণ কি ছিল, সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নসহ ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সরকারের কাছে আগামী ১৪ দিনের মধ্যে সুপারিশ প্রেরণ করা হবে।
এ সময় তদন্ত কমিটির সদস্য রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মো. শাহনেওযাজ রাজু, সহকারী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্রসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার কারণ উদঘাটনে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরল্লাহ নূরীকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে সরেজমিনে পরিদর্শন ও তদন্তপূর্বক চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার।
আরটিভি/এমএ/এসএ
মন্তব্য করুন