• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জমে উঠেছে বউ-জামাই মেলা

হাসান-উল-আজিজ, লালমনিরহাট

  ২৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৭

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বউ-জামাই মেলা।

শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। শুক্রবার এ মেলার উদ্বোধন করেন বড়বাড়ি শহীদ আবুল কাসেম মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এবার বউ-জামাই মেলায় ২০টি মৎস্য স্টল, ৩০টি পিঠা স্টল ও অন্যান্য প্রসাধনী পণ্যের ১৫টি স্টল স্থান পেয়েছে।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বউ-জামাই মেলার দ্বিতীয় দিন শনিবার উপচে পড়া ভিড় দেখা গেছে। গলায় মালা ও শাড়ি পড়ে মেয়ে-জামাই মেলায় এসে আনন্দ উপভোগ করেছেন। এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত ও আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা এসে ভিড় করেছেন। এদিকে বউ-জামাই মেলার আনন্দ বাড়িয়ে দিতে যোগ হয়েছে মৎস্য ও মিঠা উৎসব।