• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

ঝিনাইদহে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে পুকুরের তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সঙ্গে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।

বলিদাপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। রোববার বিকেলের কোন একসময় তিনি পুকুর পাড়ে ঘাস কাটতে যান। সেখানে হয়তো পানিতে পড়ে যান এবং মৃগী রোগী হওয়ায় আর উঠতে পারেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, পুকুর থেকে চিনি কলের অবসরপ্রাপ্ত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু