• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৪
চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার নাম মো. মহিউদ্দিন (৪৫)।

তিনি উপজেলার মরিয়মনগর ইউনিয়নের নজরেরটিলা কাজীবাড়ি এলাকার প্রয়াত আজিজুল ইসলামের ছেলে।

নিহতের ভাই নিজাম উদ্দিন জানান, তার ভাই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার বাড়ির পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধনতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন মহিউদ্দিন।

নিজাম উদ্দিন আরও জানান, আহত মহিউদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে দুদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সংসারে তার স্ত্রী ও চার বছর বয়সের একটা কন্যা সন্তান রয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত হয়ে চমেক হাসপাতালে সাবেক এমপি লতিফ
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত 
গানের তালে তালে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার